সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া  

হবিগঞ্জ প্রতিনিধি 

ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া  

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে গত শনিবার রাতে জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, ৯নং ওয়ার্ড জামায়াতের আমির আব্দুস শহীদ। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শফিকুল ইসলাম। 

উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাজী মুহাম্মদ শাহ জালাল, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. মুহাম্মদ হারুন, হাবিবুর রহমান খান,এস,এম নাদির শাহ প্রমুখ। তারা বক্তব্যে বলেন, সাবেক স্বৈরাচার শেখ হাসিনা দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছিল, সকল প্রতিষ্ঠানে আওয়ামী-যুবলীগের লোক বসিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। 

মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নেতাকর্মীসহ নিরীহ মানুষকে হয়রানি করেছিল। বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থাকার জন্য হাজার-হাজার ছাত্র-জনতা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মেরে ফেলেছে। অনেক ছাত্র-ছাত্রীদের মেরে আগুনে পুড়ে আলামত নষ্ট করে দিয়েছে, গুম করেছে অসংখ্য ছাত্র-জনতাকে। 

তারা সরকারের ঊর্ধ্বতন মহলের সদয় দৃষ্টি কামনা করে বলেন যারা বিভিন্ন স্থানে মাজারসহ বিভিন্ন স্থাপনায় ভাংচুর, হামলা ও চাঁদাবাজি করছে এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। জামায়াত ও ছাত্রশিবির কোন ধরনের অপরাধ কর্মকাণ্ডকে সমর্থন করে না। সভা শেষ নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

টিএইচ